সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে আজ মাঠে নামবে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড
ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে ইউরোর এবারের আসরে ২ সেমিফাইনালিস্ট ।তবে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে আজ মাঠে নামবে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড।বাংলাদেশ সময় জুলাই রাত দশটায় মাঠে গড়াবে ম্যাচটি।ইংলিশদের ডাগআউটে শততম ম্যাচ হতে যাচ্ছে সাউথগেটের।
ইউরো এইবারের আসরে ইংল্যান্ডের খেলা এখনো দর্শকদের মন জোগাতে পারেনি।গ্রুপ পর্বে মাত্র১ জয় এবং২ ড্র নিয়ে পরের পর্বে পা রাখে।তবে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয় স্লোভাকিয়াকে হারায় থ্রী-লায়ানরা।অতিরিক্ত সময়ে জোড বেলিংহামের ওভারহেড কিক গোল এবং শেষ মুহূর্তে হেরিকেনের গোলে অবিশ্বাস্যজয় পাই থ্রী-লায়নরা।
তবে এইবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ এইবাবের আসরে একেবারে নিখুঁত ফুটবল খেলছে সুইজারল্যান্ড। যদিও ইংল্যান্ডের স্বস্তির কারণ হতে পারে অতীত পপরিসংখ্যান। দুদলের ২৪ বারের দেখায় ১৭ টি জয় পেয়েছে ইংলিশরা। বিপরীতে সুইসদের জয় মাত্র একটিতে।শঙ্কা থাকলেও এই ম্যাচে খেলতে পারবেন জুড বেলিংহাম।
এইম্যাচটি বিশেষ হতে যাচ্ছে ইংল্যান্ডের জন্য।কারণ হেরি কেনদের মাস্টার মাইন্ড সাউথগেটের এটি ১০০তম ম্যাচ হতে যাচ্ছে।তাই নিঃসন্দেহে গুরুর এমনদিনে জয় উপহার দিতে চাইবে তার শিষ্যরা।
অন্যদিকে এইবারের আসরে দুর্দান্ত ফুটবল খেলছে সুইজারল্যান্ড।রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে হারিয়ে দিয়েছে গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে।তাই তো তাদের সমীহ করার যথেষ্ট কারণ রয়েছে।সুইজারল্যান্ড গোলপোস্টের অতন্দ্র প্রহরী ইয়ান সোমার এ পর্যন্ত মাত্র ছয়টি সেইফ দিয়েছে।আর তাতেই বুঝা যায় তাদের রক্ষণ ভাগ কতোটা শক্তিশালী।অন্যদিকে সুইসদের আরকেটি গুরুত্বপূর্ণ সক্ষমতা হচ্ছে তাদের গোল স্কোরিং ক্ষমতা।এখন পর্যন্ত তাদের ৪ টি গোল এসেছে ৪টি ভিন্ন ভিন্ন প্লেয়ারের মাধ্যমে।শেষ ১৮ টি ম্যাচ সুইসরা হেরেছে মাত্র একটিতে।
২০২১ সালে ইউরোর ফাইনাল খেলা এখনো পর্যন্ত সর্বোচ্চ অর্জন ইংল্যান্ডের। অন্যদিকে সেই আসরেই কোয়ার্টার ফাইনাল খেলে সুইসরা।তবে এইবার প্রথমবারের মতো সেমিতে যাওয়ার হাতছানি তাদের সামনে।দুদলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দর্শকরা যে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।