বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা অফ স্পিনার
ইতোমধ্যেই টি-২০ বিশ্বকাপের এইবারের আসরে দাপুটের সাথে সুপার এইট নিশ্চিত করেছে আফগানরা ।এশিয়ার এই দলটির অন্যতম শক্তির জায়গা স্পিন বোলিং অ্যাটাক।যার নেতৃত্বে রয়েছে রাশীদ,মুজিব,নবীরা।তবে সুপার এইটের পা রাখার দিনেই হোঁচট খেলো তারা।
ইঞ্জুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেলো আফগানিস্তানের অন্যতম সেরা অফস্পিনার মুজিবুর রহমানের।নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন এই বোলার।বিশ্বমঞ্চে আর নামা হবে না তার।তার বদলে টপ অর্ডার ব্যাটার জাজাইকে অন্তর্ভুক্ত করেছে আফগানরা,যার এরই মধ্যে অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন মুজিব উর রহমান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে সুপার এইটে উঠেছে আফগানিস্তান। কিন্ত বিশ্বমঞ্চে আর মাঠে নামতে পারবেন না এই অফস্পিনার। আঙুলের ইনজুরিতে পড়ে বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে গেলেন।
বিশ্বকাপে এইবারের আসরে উগান্ডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলেছিলেন মুজিব। আফ্রিকার দেশটির বিপক্ষে রেকর্ডগড়া জয়ের ম্যাচে ৩ ওভারে ১৬ রানে ১ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে আঙুলের চোটে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে পরের দুই ম্যাচে মাঠে নামা হয়নি তার। এবার বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন ২৩ বছর বয়সি এই স্পিনার।
টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করা আফগানরা গ্রুপের শেষ ম্যাচে সোমবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। এরপর সুপার এইটে রশিদ খানদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও ডি গ্রুপের দ্বিতীয় দল বাংলাদেশ কিংবা নেদারল্যান্ডসের।