বৃষ্টিতে কপাল পুড়ল শ্রীলঙ্কার
টি-২০ বিশ্বকাপের এইবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে প্রায় বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে লংকানদের।সুপার এইটে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নেপালের বিপক্ষে জিততেই হতো ওয়ানিন্দু হাসারাঙ্গাদের। তবে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা লঙ্কানদের ম্যাচে ভেসে গেল বেরসিক বৃষ্টিতে। নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় সেরা আটে যাওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হলো শ্রীলঙ্কার।
অনেক আশা নিয়েই এইবারের টি-২০ বিশ্বকাপ আসরে অংশ নেয় লংকানরা।তবে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খায় তারা।সাউথ আফ্রিকার সাথে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় তারা।পরের ম্যাচে টাইগারদের কাছেও হারতে হয়েছে তাদের।যদিও টাইগারদের সাথে বেশ লড়াই জমিয়ে তুলেছিলো তারা।মোস্তাফিজ,তাসকিন,রিশাদ হোসেনের অনবদ্য বোলিংয়ের পর লিটন,হৃদয় ও রিয়াদের ভালো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পোঁছায় টাইগাররা।
লংকানদের প্রায় বিদায়ের দিনে কপাল খুললো প্রোটিয়াদের। শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচ টি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ ডি থেকে প্রথম দল হিসেবে সুপার এইটে যাওয়া নিশ্চিত করেছে তারা।তবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচটি যেকোনো দল জিতলেই শ্রীলঙ্কা একেবারে বাদ পড়ে যাবে।অন্যদিকে নেদারল্যান্ডসকে হারাতে পারলেই সুপার এইটের দিকে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা।