বাইশ গজকে বিদায় জানালেন মালিঙ্গা
খসে পড়লো লঙ্কান ক্রিকেটের আরেকটি নক্ষত্র। কালো-সোনালি ঝাঁকড়া চুলে একটু অস্বাভাবিক বোলিং অ্যাকশনে সেই বিষাক্ত ইয়র্কারগুলি আর দেখা যাবে না ক্রিকেট বিশ্বে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। আজ (মঙ্গলবার) এক টুইট বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
আগেই ক্রিকেটের আদি দুই ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন। খেলছিলেন শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু এই ফরম্যাটেও জাতীয় দলে তার সুযোগ হয় না। এছাড়াও চলতি বছর আইপিএল নিলামের আগেই মালিঙ্গা জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন না।
লাসিথ মালিঙ্গা তার ইউটিউব চ্যানেলেও একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে টি-টোয়েন্টিতে তার উইকেটের পরিসংখ্যান দেখানো হয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন ‘যদিও আমার জুতা বিশ্রাম নেবে তবে খেলার প্রতি আমার ভালোবাসা কখনোই বিশ্রাম নেবে না।’
২০১০ সালে টেস্ট ক্রিকেট ও ২০১৯ সালে শেষবার ওয়ানডে খেলেন মালিঙ্গা। গতবছর দেশের জার্সিতে শেষবার টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেন দ্বীপরাষ্ট্রের এ মহাতারকা।
মালিঙ্গার অবসরের সঙ্গেই শেষ হয়ে গেল একটা অধ্যায়ের। সর্বকালের অন্যতম সেরা জোরে বোলারদের তালিকাতেই থাকবেন তিনি একইসঙ্গে ভক্তদের হৃদয়েও।