আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ রুট
ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগস্ট মাসের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এর আগে তিনি দুইবার সেরা তিনে মনোনয়ন পেয়েছিলেন। অবশেষে তৃতীয়বার এসে স্বীকৃতি পেলেন।
ভারতের বিরুদ্ধে সিরিজ জয় না করতে পারলেও বড়সড় পুরস্কার পেলেন জো রুট। টিম ইন্ডিয়ার জাসপ্রীত বুমরাহ এবং পাক পেসার শাহীন শাহ আফ্রিদিকে পিছনে ফেলে এই পুরস্কার জিতে নিলেন এই ইংরেজ অধিনায়ক। তিনিই প্রথম কোনো ইংলিশ ক্রিকেটার যে এই পুরুষ্কারে ভূষিত হলেন।
আগস্টে ভারতের বিপক্ষে তিন টেস্টে ৫০৭ রান করেন রুট। যার মধ্যে রয়েছে তিনটি অনবদ্য শতরান। লর্ডসে ইংল্যান্ড পরাজিত হলেও রুটের ১৮০ রানে অপরাজিত ইনিংস ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে।
আর এর ফলে আইসিসির এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের আসনও দখল করে রেখেছে নিজের নামে।
চলতি বছরের জানুয়ারি থেকে মাসের ক্রিকেটার নির্বাচিত করছে আইসিসি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মে ও জুলাই মাসে এ খেতাব ওঠে দুই টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাতে।
এছাড়া চলতি মাসের নারী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ড তারকা ইমার রিচার্ডসন।