প্রোটিয়াদের বিপক্ষে ক্যাচ মিসে ম্যাচ মিস করল বাংলাদেশ
ক্রিকেটের সেই অমোঘ সত্য আবারও যেন সত্য প্রমাণিত হলো। ক্যাচ মিস তো ম্যাচ মিস। আর সেই ক্যাচ নিতেই যেন অনীহা দেখালেন বাংলাদেশের ফিল্ডাররা।
এর মাশুল দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ৩ উইকেটে হারতে হয়েছে তাদের। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও ক্যাচ মিসে ম্যাচ মিস করল বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করেছে প্রোটিয়ারা।
তারা দলীয় ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল। সেখান থেকেই দলকে টেনে তুলেছেন মারিজানে ক্যাপ ও কোলে ট্রায়ন।
এই দুজনে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৮৫ রান। আর তাতেই ম্যাচে ফেরে সাউথ আফ্রিকা।

