বিপিএল খেলতে ঢাকায় অস্ট্রেলিয়ার সুইপলজিস্ট অ্যালেক্স রস
প্রথমবার বিপিএল খেলবেন অস্ট্রেলিয়ার সুইপলজিস্ট অ্যালেক্স রস
অস্ট্রেলিয়াতে তার পরিচয়টা ‘সুইপলজিস্ট’ হিসেবে। সুইপ শটটা ভালো খেলেন, তাই তার নামের পাশে ধারাভাষ্যকাররা এই উপাধিটা জুড়ে দিয়েছেন। যার আসল নাম অ্যালেক্স রস। সপ্তাহখানেক আগেও যিনি ব্যস্ত ছিলেন বিগ ব্যাশে। তবে তার দল সিডনি থান্ডার প্লে অফে জায়গা করে নিতে পারেনি। বিদায় নিশ্চিতের পরই দুর্দান্ত ঢাকায় খেলার প্রস্তাব পেয়ে লুফে নেন তিনি। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান গতকাল ঢাকায় এসেই আজ নেমে পড়েন অনুশীলনে। মিরপুরের একাডেমি মাঠে আজ লম্বা সময় ব্যাটিং অনুশীলন করতেও দেখা গেছে তাকে।
অনুশীলন শেষে সাংবাদিকদের বলেছেন, ‘খুবই রোমাঞ্চিত। সবকিছুই খুব দ্রুত হয়ে গেল। আমি এখন দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। আমি টিভিতে বিপিএল দেখেছি কিছুটা। প্রথম ম্যাচটা ফ্লাইটে বসে দেখেছি। ছেলেরা খুব ভালো খেলেছে। আমি দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।’
সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে খেলেছেন রস। সে অভিজ্ঞতা এবার বিপিএলে কাজে লাগাতে চান, ‘আমি আজ নেটে লম্বা সময় ব্যাটিং করেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছি গত বছর। ওইখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা এখানে কাজে দেবে। অনুশীলন উইকেটে অনেক মিল। তবে আমি দলের খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি, ম্যাচের উইকেট কিছুটা ভালো।’