টাইগার অধিনায়কের সাজঘরে ফেরার পর শেষ ৩য় দিনের খেলা
মেঘাছন্ন আকাশে কোন বৃষ্টির দেখা না পেলেও আলোক স্বল্পতার কারণে বন্ধ করা হয়েছে তৃতীয় দিনের খেলা। মাঠে জ্বলছে ফ্লাডলাইট, তবে খেলা চালানোর মতো যথেষ্ট প্রাকৃতিক আলো না থাকায় খেলোয়াড়রা ফিরে গেছেন ড্রেসিংরুমে। শুক্রবার তৃতীয় দিনে খেলা হয়েছে স্রেফ ৩২.২ ওভার। আলোকস্বল্পতায় ২টা ৪৫ মিনিটে খেলা বন্ধ হওয়ার পর অনেক অপেক্ষা করে সোয়া চারটায় দিনের খেলার সমাপ্তি টানা হয়। খেলা বন্ধ হওয়ার আগে ৮ ওভার খেলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। স্বাগতিকদের লিড এখন ৩০ রানের। জাকির হাসান ১৬ রানে অপরাজিত। রানের খাতা খোলার অপেক্ষায় মুমিনুল হক।
৮ রানে পিছিয়ে ইনিংস শুরু করা বাংলাদেশ প্রথম ওভারেই খায় ধাক্কা। এজাজ প্যাটেলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়। টিম সাউদির অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভের মতো করলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে করতে পারলেন না। মিড-অফে সহজ ক্যাচ নিলেন কেন উইলিয়ামসন। ২ চারে ১৫ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। চার নম্বরে নেমেছেন মুমিনুল হক। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। ৩৮ রানে দুই উইকেট পড়ার খানিক পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। তৃতীয় দিন শেষ বাংলা টাইগারদের লিড এখন ৩০ রানের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭২
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৮০
বাংলাদেশ ২য় ইনিংস: ৮ ওভারে ৩৮/২