খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪

এজাজ-স্যান্টনারের স্পিন-ভেল্কিতে দেড়শোর আগেই শেষ বাংলাদেশের ২য় ইনিংস

মিরপুর টেস্টের কুয়াশাচ্ছন্ন চতুর্থ দিন সকালে এক সেশনও খেলতে পারেনি বাংলাদেশ। গতকাল ২ উইকেটে ৩৮ রান নিয়ে ব্যাটিং শেষ করে বাংলাদেশ। আজ সকালে ব্যাটিং করতে নেমে ২৭ ওভারে ১০৬ রান করে বাকি ৮ উইকেট হারাল তারা। নাজমুল হোসেন শান্তর দল গুটিয়ে গেছে ১৪৪ রানে। ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য এখন ১৩৭ রানের। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুইশর কম রানের লক্ষ্য দিয়ে জয়ের নজির নেই একটিও। সিরিজ জিততে তাই নতুন রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।

চলমান ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১১২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে তারা। তবে একপাশ আগলে লড়ছেন ওপেনার জাকির হাসান। ৮১ বলে ৫৭ রানে ব্যাটিং করছেন তিনি। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২১ রান। আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই মুমিনুল হক সৌরভকে হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের  বলে লেগ বিফোর উইকেটে হয়ে ফেরেন তিনি।

এর আগে গতকাল বৃষ্টি বাঁধা কাটিয়ে খেলা মাঠে ফিরলেও পুরোপুরো হয়নি। নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগারররা ৩৮ রান তুললে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু হয়নি, বিকাল ৪টা ১২ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭২

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৮০

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৫ ওভারে ১৪৪ (জাকির ৫৯, মুমিনুল ১০, মুশফিক ৯, শাহাদাত ৪, মিরাজ ৩, নাঈম ৯, তাইজুল ১৪*, শরিফুল ৮; এজাজ ১৮-১-৫৭-১, স্যান্টনার ১১-০-৫১-৩, সাউদি ৬-১-২৫-১)

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy