খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৮ই অক্টোবর ২০২৪

দুর্নীতিতে দোষী সাব্যস্ত ক্যারিবীয় ক্রিকেটার

ক্রিকেটে দুর্নীতি করার দায়ে আরও একবার দোষী সাব্যস্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মারলন স্যামুয়েলস। ২০২১ সালে আইসিসির তদন্তে দোষী প্রমাণিত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। এবার একটি নিরপেক্ষ তদন্ত চালানো হয় তার দুর্নীতি তদন্তে। সেখানেও দোষী সাব্যস্ত হলেন তিনি। তবে তার শাস্তি কী হবে সেটা এখনও জানা যায়নি।

২০১৯ সালে আবুধাবি টি১০ লিগ খেলতে গিয়েছিলেন স্যামুয়েলস। ওই সময় এমিরেটস ক্রিকেট বোর্ড দুর্নীতির অভিযোগ তোলে তার বিরুদ্ধে। সেই প্রতিযোগিতায় কর্ণাটক টাস্কার্স দলে তার নাম থাকলেও খেলেননি। স্যামুয়েলসের বিরুদ্ধে চারটি ধারায় অভিযোগ উঠেছিল। তিনি কারও থেকে উপহারের বিনিময় সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।

২০২০ সালের নভেম্বরে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১টি টেস্ট, ২০৭টি ওয়ানডে ম্যাচ এবং ৬৭টি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে করেন ১১ হাজারের বেশি রান। রয়েছে ১৭টি শতরানও। ২০১২ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ম্যাচ সেরার পুরস্কারও উঠেছিলো স্যামুয়েলসের হাতে।

খেলোয়াড় জীবনেও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও উঠেছিল স্যামুয়েলসের বিরুদ্ধে। ২০০৮ সালে অভিযুক্ত হওয়ায় দু’বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবার আবারও হলেন অভিযুক্ত। কিন্তু এ অভিযোগে কী শাস্তি হয়, সেটাই এখন দেখার।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy