খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই হেটমায়ার

অস্ট্রেলিয়ার সফরে ওয়ানডে-টি-টোয়েন্টি দুই সংস্করণ থেকেই বাদ শিমরন হেটমায়ার

দারুণ প্রতিভাবান হলেও হেটমায়ারের আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা বাধাগ্রস্থ হয়েছে বারবার। কখনও ধারাবাহিকতার অভাব, কখনও ফিটনেসের সমস্যা, কখনও শৃঙ্খলাজনিত কারণ কিংবা ব্যক্তিগত সমস্যা, সব মিলিয়ে খুব একটা গতি পায়নি তার ক্যারিয়ার। দলে আসা-যাওয়ার মধ্যেই কাটাতে হয়েছে তাকে বেশির ভাগ সময়। এবার বাদ পড়লেন ফর্মের কারণেই। এবার অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি আগ্রাসী এই ব্যাটসম্যানের।

গত জুলাইয়ের ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন হেটমায়ার। কিন্তু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ইনিংস মিলিয়ে তার রান ছিল ২৪, পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩ ইনিংস মিলিয়ে করেছিলেন ৪৪। সব মিলিয়ে সবশেষ ১২ ওয়ানডে ইনিংসে ফিফটি নেই তার।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এক ম্যাচে ৩৯ বলে ৬১ করলেও অন্য তিন ইনিংসে ব্যর্থ হন। পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ১ ও ২ রান করার পর জায়গা হারান। ২৭ বছর বয়সী ব্যাটসম্যান এবার আরেক দফায় ছিটকে গেলেন স্কোয়াড থেকে।

প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ায় আমাদের ওয়ানডে দল প্রতিদ্বন্দ্বী হবে, এমনটা প্রত্যাশা করছি। আমাদের নতুন কিছু অন্তর্ভুক্তি আছে, যারা একটা বড় সময় ধরে মুগ্ধ করছে এবং কিছু খেলোয়াড় দলে ফিরেছে, যাদের আমরা মনে করছি প্রভাব রাখতে পারবে। টি–টোয়েন্টি সিরিজের কথা বলতে গেলে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, আমরা যেটার আয়োজক, তার প্রস্তুতির জন্য এই সংস্করণ গুরুত্বপূর্ণ। ভারত ও ইংল্যান্ড সিরিজের মতো আমরা শক্তিশালী পারফরম্যান্স আশা করছি, বড় টুর্নামেন্টের আগে উন্নতির ধারা বজায় রাখারও আশা করছি।’

২ ফেব্রুয়ারি তারিখে মেলবোর্নে হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচে সিডনি ও ক্যানবেরায় ৪ ও ৬ তারিখে। হোবার্টে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি, পরের দুটি ম্যাচ ১১ ও ১৩ তারিখে অ্যাডিলেড ও পার্থে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল

শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, আলিক আথানাজে, টেডি বিশপ, কিচি কার্টি, রোস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, কাভেম হজ, গুড়াকেশ মোতি, কিয়র্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশেন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল

রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেস, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ব্রান্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশেন থমাস

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy