ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেল মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের সিলেটপর্বে টসে জিতে সিলেট স্ট্রাইকার্সকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। কিন্তু ব্যাটিংয়ে নেমেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সিলেট। দলীয় ১৮ রানে ৭ উইকেট হারিয়ে বসে সিলেট। এরমধ্যে তিনজনই খুলতে পারেননি রানের খাতা।
এরপর তানজিম হাসান সাকিব ও অধিনায় মাশরাফি হাল ধরলে সিলেটের স্কোর দাঁড়ায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান। রংপুরের ওমর যাই ও হাসান মাহমুদ তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া মেহেদী হাসান ২টি ও হারিস রউফ শিকার করে ১টি উইকেট।
৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ভালো খেলতে থাকে রংপুরের ব্যাটাররা। ফলে ২৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় রংপুর রাইডার্স। দলের পক্ষে অপরাজিত ৪১ রান করেন রনি তালুকদার।
এটি সপ্তম ম্যাচে চতুর্থ জয় রংপুরের। অন্যদিকে অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় হারের মুখ দেখলো মাশরাফির সিলেট।