রংপুরকে হারিয়ে প্রথম জয় সাকিবের বরিশালের
বিপিএলের নবম আসরে আজ (মঙ্গলবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হন ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স।এই ম্যাচে ৬ উইকেটে বরিশাল জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।অর্থাৎ রংপুর রাইডার্স প্রথম ব্যাট করতে মাঠে নামেন।
রংপুর রাইডার্সের শুরুটা মোটেই ভালো ছিল না।টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে তিনজনই দশের নিচে আউট হলেন।ম্যাচের প্রথম বলেই ওপেনার নাইম শেখের উইকেট নেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।
রনি তালুকদার ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে থাকেন।কিন্তু দলীয় ৭৬ রানে তিনি আউট হলে ছন্দপতন পতন ঘটে রংপুরের ইনিংসের।এবং রংপুর ১১৭ রানে হারিয়ে বসেছিল ৭ উইকেট।শোয়েব মালিকের ৫৪ রানের হাফসেঞ্চুরি ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫৮ রানের লড়াকু পুঁজি পায় রংপুর।
রংপুরের দেয়া ১৫৯ রানের টার্গেটে শুরুতে ব্যাট করতে আসেন বরিশালের এনামুল হক বিজয় এবং চতুরাঙ্গা ডি সিলভা।দলীয় ১৮ রানের মধ্যে দুই ওপেনার এনামুল এবং চতুরাঙ্গার উইকেট হারিয়ে যায়।এরপরই ৮৫ রানের জুটি বাঁধেন ইব্রাহিম জাদরান এবং মেহেদি হাসান মিরাজ।দলীয় ১২৪ রানে ব্যক্তিগত ৫২ রানে ইব্রাহীম হাফ সেঞ্চুরি করে আউট হলে বরিশাল কিছুটা চাপে থাকে।কিন্তু করিম জান্নাত এবং ইফতিখার আহমেদের দুর্দান্ত ফিনিশিংয়ে ৬ উইকেটেই জয়লাভ করে ফরচুন বরিশাল।