মাশরাফিকে বিসিবিতে চান পাপন
২০২০ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর জাতীয় দলে না খেললেও খেলছেন দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে। অনেক ভক্তই চান, মাশরাফি এখন খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ড কিংবা জাতীয় দলের কোনো দায়িত্ব সম্পৃক্ত হোক। বছর দুয়েক আগে মাশরাফি বলেছিলেন, বোর্ড থেকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাননি।
সম্প্রতি এক আলাপচারিতায় পাপন বলেন, ‘মাশরাফির জন্য সবসময় বোর্ডের দুয়ার খোলা। পরশু দিনও বলেছি (মাশরাফিকে)। ওকে দেখেই বললাম…’
তবে তাকে লিখিত ভাবে কোন প্রস্তাব দেয় নি বিসিবি, মৌখিকভাবে মতামত জানার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র