মাদকাসক্তির কারণে ক্রিকেট ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
মাদকাসক্তির কারণে ক্রিকেট ক্যারিয়ার শেষ উইলিয়ামসের! জিম্বাবুয়ে জাতীয় দল থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়ে দিয়েছে, উইলিয়ামসকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না।
মাদকাসক্তির বিষয়টি ৩৯ বছর বয়সি উইলিয়ামস নিজেই স্বীকার করেছেন।
আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ দল থেকে সরে দাঁড়ান উইলিয়ামস।
এরপর বোর্ডের তদন্তের মুখে জানান মাদকাসক্তির সমস্যায় ভুগছেন তিনি। বর্তমানে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন উইলিয়ামস।


