জোড়া ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা
নতুন বছরের শুরুতেই ক্রীড়াজগতে দুঃসংবাদ দিলেন সাবেক মার্কিন টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা।একসঙ্গে গলা ও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই কিংবদন্তি।
নাভ্রাতিলোভা,নিজের কেরিয়ারে ১৮ বার গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিততে পেরেছেন।নাভ্রাতিলোভারের আগে থেকেই স্তন ক্যান্সার ছিল। ২০১০ সালে তাঁর স্তন ক্যানসার ধরা পড়েছিল। সাবেক টেনিস খেলোয়াড়ের এবার ধরা পড়েছে গলার ক্যান্সার।শেষ খবর পাওয়া অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।তিনি এই মাসে নিউইয়র্কে চিকিৎসা শুরু করবেন।
৬৬ বছর বয়সী নাভ্রাতিলোভার দুই জায়গার ক্যান্সারই প্রাথমিক পর্যায়ে আছে বলে জানা গেছে।২০১০ সালে স্তন ক্যান্সার ধরা পড়ার পরই চিকিৎসা নিয়েছিলেন তিনি। চিকিৎসা করানোর পর তিনি ক্যান্সারমুক্তও হয়েছিলেন। কিন্তু আবার পুরোনো সেই স্তন ক্যান্সারের সঙ্গে যোগ হয়েছে গলার ক্যান্সার।