ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান, আফগান-লঙ্কানদের সঙ্গী বাংলাদেশ
এশিয়া কাপের মঞ্চে গতবারের মত এবারও একই গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। ২০২২ এশিয়া কাপ টি-টোয়েন্টির মঞ্চে একই গ্রুপে ছিল রোহিত শর্মা এবং বাবর আজমের দল। আসন্ন ২০২৩ এশিয়া কাপের মঞ্চেও একই ভাগ্য বরণ করতে হচ্ছে দুই দলকে।
আজ (৫ ডিসেম্বর) ২০২৩ এশিয়া কাপের দুটি গ্রুপ প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ। যেখানে দেখা গেছে ছয় জাতির এই টুর্নামেন্টে তিনটি দলকে আলাদা করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘এ’ তে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের সঙ্গে খেলবে কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে আসা অন্য দল। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ।
গ্রুপ ভাগ করার পর্ব নির্ধারন করা হলেও ২০২৩ সালের স্বাগতিক দেশ ঘোষনা করা হয়নি এখনো। স্বাগতিক দেশ নয়, টুর্নামেন্টের সূচিও এখনও নির্ধারণ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
এদিকে ওয়ানডে বিশ্বকাপের কথা ভেবে ৫০ ওভারের ফরম্যাটে হব এবারের এশিয়া কাপ।