বিপিএলের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘আইএমজি’
অবশেষে বিদেশি কোম্পানির হাতেই যাচ্ছে বিপিএল পরিচালনার দায়িত্ব। নানা প্রক্রিয়া শেষে তিন মৌসুমের জন্য বিপিএলের দায়িত্ব পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আইএমজি’।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচালনার দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দেওয়া হতে পারে বলে আগে থেকেই গুঞ্জন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ জন্য বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছিল।
বিসিবির বিজ্ঞাপনে সাড়া দিয়ে এর আগে-
- ভারতের রিয়াল ইমপ্যাক্ট,
- পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস,
- যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস,
- আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ,
- মাইন্ড ট্রি লিমিটেড এবং
- ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল।
উল্লেখ্য, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে থাকে মার্কিন প্রতিষ্ঠানটি (আইএমজি)।
মাসখানেক আগে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর সবশেষ তিনটি প্রতিষ্ঠান বিসিবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়।
এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলছিলেন,
‘আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।’
অবশেষে আজ (সোমবার) বিসিবির বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। জানা গেল আসন্ন বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের আএমজি কোম্পানি।
তিন মৌসুমের চুক্তিতে বিসিবির সঙ্গে যোগ দিচ্ছে আইপিএলেও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করা মার্কিন কোম্পানিটি।
অবশ্য আইএমজি তিন বছরের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলেও বিসিবির সাথে তাদের কত টাকায় রফা হলো, এই ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ আইএমজি কত অর্থ পাবে? বিসিবিকে কত টাকা দিতে হবে? তা এখনো খোলাসা করা হয়নি।