২৪ ঘণ্টারও কম সময় পর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। যার জন্য ইতোমধ্যে অধিনায়ক ঘোষণা করতে চলেছে একের পর এক ফ্রাঞ্চাইজি। যেখানে রয়েছে একের পর এক চমক।
আগের বিপিএলে ড্রাফট থেকে ডাকেইনি তাঁকে কোন দল। এবারের বিপিএলে সেই নাসিরের উপরই ভরসা রাখছে ঢাকা ডমিনেটরস। অথচ দলে আছেন জাতীয় দলের অন্যতম পেস ভরসা তাসকিন আহমেদ।
বিপিএলে সবসময় ব্যতিক্রমী দল চট্টগ্রাম চ্যালেঞ্জারস। গতবার সেই দলের অধিনায়কত্ব পালন করেছেন তিন খেলোয়াড়। এইবারও অন্যরকম বন্দর নগরীর দলটি। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ শুভাগতর উপরই আস্থা রাখছে তাঁরা।
ওদিকে সুন্দরবনের অঞ্চলের ফ্রাঞ্চাইজি খুলনার অধিনায়কত্ব দেওয়া হয়েছে চাটগার সন্তান ইয়াসির আলীকে। যদিও দলে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মত সিনিয়র ক্যাম্পেইনার থাকতে। দলটির ভাষ্যমতে, সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।