চট্টগ্রামে দাবা লিগ শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এ কে এম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আসছে ২৬ থেকে ৩০ ডিসেম্বর’২২ প্রথম বিভাগ এবং ৩১ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারী’২৩ পর্যন্ত প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ সিজেকেএস কনভেনশন হলে শুরু হবে।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বিকেলে সিজেকেএস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, আগামী ২৬ ডিসেম্বর বিকেল ৩ টায় সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হবে।
এতে প্রিমিয়ার লিগে ৮টি এবং প্রথম বিভাগে ৩১টি দল অংশগ্রহণ করছে। প্রিমিয়ার লীগের ৮টি দলে ৪৮ জন এবং প্রথম বিভাগে ১৮৬ জনসহ মোট ২৩৪ জন দাবাড়ু অংশ নেবে। এ লীগে দাবার সর্বোচ্চ খেতাব প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার, আর্ন্তজাতিক মাস্টার, ফিদে মাস্টার, কয়েকজন
ভারতের খেলোয়াড় সহ ১০০ জন আন্তর্জাতিক রেটেড দাবাডু অংশগ্রহনের করবে। প্রিমিয়ার লীগে ৭ রাউন্ডের রবীন লীগ এবং প্রথম বিভাগে ৭ রাউন্ডের সুইস লিগ
পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।
আসন্ন সিজেকেএস এ কে এম ফাউন্ডেশন প্রিমিয়ার ও প্রথম বিভাগ লীগের জন্য ৩ লক্ষ ৪০ হাজার টাকার বাজেট ধরা হয়েছে। এর মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান ৩ লক্ষ টাকা প্রদান করবে। বাকি টাকা সিজেকেএস দাবা কমিটির ফান্ড থেকে খরচ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম এবং দাবা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলেক্স আলীম ও ভারপ্রাপ্ত সম্পাদক রাকিব উল ইসলাম সাচ্চুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।