মেসিকে ভয় পাচ্ছেনা ফ্রান্সের খেলোয়াড়রা
আগামী রবিবার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে ফ্রান্স। প্রতিপক্ষ আর্জেন্টিনা সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে লেস ব্লুজদের, তারা এটাও জানে তাদের জন্য রেকর্ড ৭ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি কতবড় থ্রেট হতে পারে। কিন্তু দিদিয়ের দেশমের শিষ্যরা তাকে নিয়ে আলাদা করে চিন্তা করছে না।
মেসির সম্পর্কে দলের ফরোয়ার্ড অলিভিয়ার জিরুড বলেছেন “মেসি একজন চমৎকার খেলোয়াড়। কিন্তু আমরা তাকে রাতটি উপভোগ করতে দিবো না। আমরা ম্যাচটা জিততে চাই, বিশ্বকাপ জিততে চাই এবং এটার জন্য যা কিছু করা প্রয়োজন তার সবই আমরা করতে প্রস্তুত। ওদের টিমে মেসির পাশাপাশি আরো বেশকিছু দারুণ খেলোয়াড় আছে যারা দলটাকে শক্তিশালী করে তুলেছে”
অন্য এক গণমাধ্যমে ফ্রান্সের ফুলব্যাক থিও হার্নান্দেজ বলেন “আমরা মেসিকে ভয় পাচ্ছি না। আর্জেন্টিনা খুব ভালো একটা দল। তবে প্রস্তুতির জন্য আমাদের হাতে খুব অল্প সময় আছে”
ফ্রান্স মূলত ম্যাচের আগে মেসিকে মনস্তাত্ত্বিকভাবে তাদের উপর চাপ ফেলতে দিতে চাচ্ছে না। এব্যাপারে মেসির সাবেক সতীর্থ খেলোয়াড় আতোয়াঁন গ্রিজমান বলেন “আমরা আর্জেন্টিনার সকল খেলা দেখেছি। একারণে আমরা জানি তারা কিভাবে খেলে। প্রতিপক্ষ হিসেবে তারা খুবই শক্ত একটি দল এবং এই মুহুর্তে তারা সবার উপরে আছে। মেসি বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়। তবে ওদের দলে শুধু মেসি নয়, আরো বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। বেশ উত্তেজনাপূর্ন একটি ম্যাচ হতে চলেছে”
১৮ই নভেম্বর রাতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে ফ্রান্স এবং আর্জেন্টিনা উভয় দল। মাঠের লড়াইয়ের আগে মনস্তাত্ত্বিক বিভিন্ন দিক, কথার লড়াই শুরু হয়ে গেছে দুই পক্ষ থেকেই, যা চলবে ফাইনালের আগ পর্যন্ত।