খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

জীবনের সবচেয়ে রঙিন মৌসুমে দুর্ঘটনায় প্রাণ হারালেন দিয়োগো জোতা

মাত্র দুই সপ্তাহ আগেই (২২ জুন) দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। এই জুটির তিনটি সন্তান আছে।
বিয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়োগো জোতা পোস্ট করেন মাত্র দিন পাঁচেক আগে। আজ তিনি নিজেই হয়ে রইলেন ছবি।
জীবনের সবচেয়ে রঙিন মৌসুমে দুর্ঘটনায় প্রাণ হারালেন দিয়োগো জোতা। 

লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা স্পেনে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন, জানিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম।

২৮ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ মহাসড়কে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে স্পেনের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জোতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

জীবনের সবচেয়ে রঙিন মৌসুমে দুর্ঘটনায় প্রাণ হারালেন দিয়োগো জোতা
দুই ভাই আন্দ্রে সিলভা ও দিয়োগো জোতা।

 

বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় পর্তুগিজ ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন।
জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা।

স্থানীয় পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সংবাদমাধ্যমে দুর্ঘটনার যে বিবরণ প্রকাশিত হয়েছে, তা সত্য। তবে নিহত ব্যক্তির নাম তারা নিশ্চিত করতে পারেনি।

জামোরার স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতের একটু পর গাড়িটি দুর্ঘটনায় পতিত হয় এবং গাড়িতে আগুন ধরে যায়।
২৮ বছর বয়সী ও ২৬ বছর বয়সী দুই ব্যক্তিকে সেখানে মৃত অবস্থায় পাওয়া যায়।

জীবনের সবচেয়ে রঙিন মৌসুমে দুর্ঘটনায় প্রাণ হারালেন দিয়োগো জোতা

২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার ক্যারিয়ার শুরু করেন জোতা। দুই বছর পর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেও ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

ধারে খেলেছেন পোর্তো ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে।
২০১৮ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে যোগ দিয়ে দুই বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে। ২০১৭-১৮ মৌসুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ।

লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১-২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন জোতা।
পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন দুবার—২০১৯ সালের জুনে এবং এ বছর।

২০২০ সালের সেপ্টেম্বরে ৪ কোটি ১০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জোতা।

পর্তুগালের জার্সিতে তাঁর অভিষেক ২০১৯ সালে ইউরো বাছাইপর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি হিসেবে। চোটের কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে পারেননি।

গত বছর ইউরোয় তিন ম্যাচ খেলেন। পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন জোতা।

মাঠের ফুটবলের বাইরেও আরেকটি বিষয়ে ভীষণ আগ্রহ ছিল জোতার। খুব ভালো গেমার ছিলেন তিনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ফিফা ২১ ভিডিও গেমে চ্যাম্পিয়নসের লিডারবোর্ডে গোটা বিশ্বের মধ্যে ১ নম্বর স্থান দখল করেছিলেন নিজেই একটি ই-স্পোর্টস দল বানানো জোতা।

জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিই)।

তাদের বিবৃতিতে বলা হয়,

‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল–সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। অসাধারণ খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু প্রায় ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়োগো জোতা ছিলেন দারুণ এক মানুষ। সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়োগো ও আন্দ্রে সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে অপূরণীয় ক্ষতি। তাঁদের লিগ্যাসির সম্মানে আমরা যা যা করার দরকার, সবই করব।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা লিভারপুলের শোকবার্তায় বলা হয়,

‘দিয়োগো জোতার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ফুটবল ক্লাব শোকে ভেঙে পড়েছে।’

জোতা ও সিলভার মৃত্যুতে শোক জানাতে আজ মেয়েদের ইউরোয় পর্তুগাল-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালনের জন্য উয়েফাকে অনুরোধ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

২০১৬-১৭ মৌসুমে পোর্তোয় ধারে খেলেছিলেন জোতা, তাঁর ভাই এই ক্লাবেরই বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন।

দুই ভাইয়ের মৃত্যুতে পোর্তোর শোকবার্তায় বলা হয়,

‘গভীর দুঃখের সঙ্গে আমরা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার পরিবারের প্রতি হৃদয় নিংড়ানো শোক জানাচ্ছি।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy