আর্জেন্টিনাকে হুঙ্কার দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার কোচ
কাতার বিশ্বকাপে একে একে শেষ হয়ে গেল গ্রুপ পর্বের খেলা। যেখানে কত ঘটন-অঘটন ই দেখলো ফুটবল বিশ্ব। এসব ছাপিয়ে আজ (৩ ডিসেম্বর) শেষ ষোলোর খেলা শুরু রাত থেকে। রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া।
খেলা মাঠে গড়াতে এখনো কয়েক ঘণ্টা বাকি। এরইমধ্যে আর্জেন্টিনাকে বড়সড় হুঙ্কার ছাড়লেন অস্ট্রেলিয়ান কোচ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনোল্ড বলেন, আমরা অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে জিতব।
অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড আরও বলেন, আর্জেন্টিনার প্রতি অসম্মান করছি না। তবে এটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের লড়াই। ১০ জন নীল-সাদার বিরুদ্ধে ১০ জন হলুদ জার্সির লড়াই। এটা একটা যুদ্ধ। আর আমাদের সেভাবেই লড়তে হবে। ছেলেরা শারীরিক ও মানসিকভাবে দারুণ অবস্থায় আছে। আর্জেন্টিনাকে হারানোর শক্তিও তাদের আছে। মাঠে আমরা সর্বশক্তি নিংড়ে দেবো।
পরিসংখ্যানের দিক দিয়ে আলবিসেলেস্তেরা এগিয়ে থাকলেও ‘সকারুজ’ বিপক্ষে হারের রেকর্ডও আছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া সাতবার মুখোমুখি হয়েছে; যার মধ্যে পাঁচবার আর্জেন্টিনা জিতলেও একটিতে ড্র করেছে এবং অন্য একটিতে হেরে গেছে।