ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মাঝে বাংলাদেশের সাথে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেট দল।
বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে কোহলি-রোহিতদের বহন করা বিমানটি। বাংলাদেশ সফরকালে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে ভারতীয় দলের।
৪ ডিসেম্বর ঢাকায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।