‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পড়া থেকে বিরত থাকবেন হ্যারি কেনরা
ফিফার নির্দেশনার বাইরে হ্যারি কেইন, গ্যারেথ বেল, ভার্জিল ফন ডাইকরা ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে মাঠে নামলে শাস্তির মুখে পড়তে পারেন। ম্যাচ শুরুর আগেই তাদেরকে হলুদ কার্ড দেখানো হতে পারে। শঙ্কা উঁকি দিয়েছিল কাতারের আইনের গ্রেপ্তারেরও। তবে ঘটনা এত দূর গড়াতে দেয়নি তাঁরা। এই আর্মব্যান্ড পড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন।।
কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনেই আয়োজক কাতার ও ফিফার সঙ্গে সরাসরি দ্বন্দ্বের ইঙ্গিত মিলেছে ইংল্যান্ড, ওয়েলস ও নেদারল্যান্ডস ফুটবল দলের। বিশ্বকাপে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরার অনুমতি চেয়েছিল ইংল্যান্ড, কিন্তু তাতে সাড়া মেলেনি। তবু দলটি বিশেষ এই আর্মব্যান্ড পরে মাঠে নামার ঘোষণা দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা থেকে সরে এসেছে দেশগুলো।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগে থেকেই দেশটির রক্ষণশীল নানা সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর বিশ্বমিডিয়া। অ্যালকোহলের বিষয়ে প্রথমে অনুমতি দিয়েও পরে সেখান থেকে সরে এসেছে কাতার। শেষ মুহুর্তে কাতারের সেই সিদ্ধান্তে সমর্থনও জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
এগুলো কেটে গেলেও সমকামিতা নিয়ে দ্বন্দ্ব বুঝি মিটছেই না। কাতারের আইন অনুযায়ী, সমকামী প্রেম অপরাধ। কাতারে সমকামীদের প্রবেশেও আছে বিধিনিষেধ। বিশ্বকাপের আগে বেশ কয়েকটি সমকামী অধিকার রক্ষা সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ওয়েলস। এই প্রতিবাদের অংশ হিসেবে তারা একটি বিশেষ আর্মব্যান্ড তৈরি করেছে। যার নাম ‘ওয়ান লাভ’।