খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

পচা শামুকে পা কাটল দক্ষিণ আফ্রিকা, জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ

0

চলতি বিশ্বকাপে কতই না অঘটনের জন্ম দিল। তারই ধারাবাহিকতাই আজ অসম্ভবকে সম্ভব করে দেখাল নেদারল্যান্ডস। আজ সুপার টুয়েলভ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। নক আউট পর্যায়ের টিকিট নিশ্চিত করতে গেলে আজকের ম্যাচে যে কোন ব্যবধানে ডাচদের হারাতেই হতো তাদের। কিন্তু তেমনটা হলো না। উল্টো প্রোটিয়া বাহিনীকে ১৩ রানের ব্যবধানে হারিয়ে অঘটন ঘটালো নেদারল্যান্ডস।

রবিবার বিশ্বকাপের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস তোলে ৪ উইকেটে ১৫৮ রান। ডাচদের প্রথম চার ব্যাটারই ভাল পারফর্ম করেন। তবে আলাদা করে নজর কাড়েন অ্যাকেরম্যান। মাত্র ২৬ বলে ৪১ করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৫ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা। চাপের মুখে কোনও প্রোটিয়া ব্যাটারই দাগ কাটতে পারেননি। দক্ষিণ আফ্রিকা হারে ১৩ রানে।

দক্ষিণ আফ্রিকা এদিন জিতলেই সেমিফাইনালে নিশ্চিত চলে যেত। সেক্ষেত্রে আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতকে জিততে হত। আবার পাকিস্তান এবং বাংলাদেশ কার্যত ছিটকে যেত বিশ্বকাপ থেকে। কিন্তু নেদারল্যান্ডের কাছে হেরে সব সমীকরণ বদলে দিল প্রোটিয়ারা। ৫ ম্যাচে ৫ পয়েন্টেই আটকে গেল তাঁরা। ফলে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে না যায়, তাহলে সেমিফাইনালে খেলার আর কোনও সম্ভাবনা থাকবে না বাভুমাদের।

এদিকে দক্ষিণ আফ্রিকার এই হারে ভারতের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেল। ৪ ম্যাচে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে, পাকিস্তান এবং বাংলাদেশের কাছে বিশ্বকাপের সেমিতে খেলার রাস্তা খুলে গেল। পরিস্থিতি এমনই যে, এই ম্যাচে যারা জিতবে তাঁরাই ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy