আবারও তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের, সেমিতে ভারত
আরও একটি হতাশার হার বাংলাদেশের। যে অ্যাডিলেডেই আরও একটি জয়ের সুখ স্মৃতি থেকে বঞ্চিত হল সাকিব আল হাসানের দল। ফলে বৃষ্টি আইনে ৫ রানে জিতে প্রতিপক্ষ ভারত সেমিতে উঠে গেল।
ম্যাচটা দুলছিল পেন্ডুলামের মত একবার বাংলাদেশের দিকে, আরেকবার ভারতের দিকে। অ্যাডিলেড ওভালে বৃষ্টি আসার আগ পর্যন্ত তো বাংলাদেশের জয়ের সম্ভাবনাই ছিল শতভাগ; কিন্তু বৃষ্টি এসে সব গুলিয়ে দিলো। ডাকওয়ার্থ অ্যান্ড লুইস বৃষ্টি আইনে যখন বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ১৬ ওভারে ১৫১, তখনও সম্ভাবনা ছিল।
লিটন মারমুখি ব্যাটিংয়ের যে পথ দেখিয়ে গেলেন, সেটাকে অনুসরণ করতে পারেনি কেউই। তবে শেষ মুহূর্তে নিভু নিভু প্রদীপটা জ্বালিয়ে তোলার চেষ্টা করেছিলেন নুরুল হাসান সোহান ও তাস্কিন আহমেদ। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। এক ছক্কা এবং এক বাউন্ডারিসহ সোহান নিতে পারলেন ১৪ রান। যার ফলে বাংলাদেশ হেরে গেলো মাত্র ৫ রানের ব্যবধানে।