বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারাল আয়ারল্যান্ড
অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম শিরোপা দাবীদার ইংল্যান্ড। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টানাপোড়নের জয় পেলেও আইরিশদের বিপক্ষে আর রেহাই পেল না জস বাটলারের দল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ডিএলএস মেথডে ৫ রানে হেরেছে ইংল্যান্ড। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে সব উইকেট হারিয়েও ১৫৭ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে আইরিশরা।
জবাব দিতে নেমে রীতিমত ধুঁকছিল বিশ্বকাপের হট ফেভারিটরা। এক পর্যায়ে ১৪ ওভার ৩ বলে ৫ উইকেটে ১০৫ রান তুলতেই বৃষ্টি আসে মেলবোর্নে। সেই সময় ডিএলএস মেথডে জয়ের জন্য ইংলিশদের স্কোর বোর্ডে থাকতে হতো ১১০ রান। আর তাই নেট রান রেটে ৫ রান পিছিয়ে থাকায় ডিএলএস মেথডে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। আর তাতে পূর্ণ ২ পয়েন্ট নিজেদের করে নেয় পল স্টারলিংরা।