আগেই কাজটা সহজ করে দিয়েছিলেন স্যাম কারেন। ব্যাটিংয়ে এসে বাকিটুকু করলেন লিভিংস্টোন-হেলস-বাটলাররা। অবশ্য অত সহজে জয়টা হাতছাড়া হতে দেয়নি আফগান বোলাররা। তবে শেষ পর্যন্ত ম্যাচের টেম্পারম্যান্ট ধরে রেখে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড।
বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে অলআউট করেছে মাত্র ১১২ রানে। জয়ের জন্য ইংলিশদের খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হয়েছে ১৮.১ ওভার পর্যন্ত।
পার্থ স্টেডিয়ামে ৩.৪ ওভারে ১০ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন স্যাম কারেন। একে একে ফেরান ইব্রাহিম জাদরান (৩২), উসমান ঘানি (৩০), আজমাতুল্লাহ ওমরজাই (৮), রশিদ খান (০) এবং ফজলহক ফারুকি (০) কে।
এ ছাড়া মার্ক উড ২৩ রান দিয়ে ও বেন স্টোকস ১৯ রান দিয়ে ২টি করে এবং ক্রিস ওকস ২৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন।
১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেভাবে বিধ্বংসী শুরু করার কথা সেভাবে শুরু করতে পারেনি ইংল্যান্ড। দুই ইংলিশ ওপেনার ১৮ বলে ১৮ রান করে বাটলার ফজলহক ফারুকির এবং ২০ বলে ১৯ রান করে হেলস ফরিদ আহমেদের শিকার হন।
মালান ৩০ বলে করেন মাত্র ১৮ রান। লিয়াম লিভিংস্টোন ২১ বলে ৩ চারে ২৯ ও মঈন আলী ১০ বলে ৮ রানে অপরাজিত থাকেন। ১৮.১ ওভারে ৫ উইকেট জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে তারা।