খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৬ই নভেম্বর ২০২৪

ম্যাচের মাঝে করোনা শনাক্ত আইরিশ বোলার, ম্যাচ স্থগিত

0

প্রথম ইনিংস শেষ করার আগেই মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটসম্যানরা। সেন্টার পিচ থেকে স্টাম্প সরিয়ে নিচ্ছেন গ্রাউন্ডসম্যান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের ৩০ ওভার খেলা হওয়ার পর জানা গেল, মাঠে নামা এক আইরিশ ক্রিকেটারের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ফলে পরিত্যক্ত হয়ে গেল চট্টগ্রামে বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে আয়ারল্যান্ড উলভস এর প্রথম একদিনের ম্যাচ।

চট্টগ্রামে দুই দলের ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছিল গত বুধবার। সেই পরীক্ষার ফল পাওয়া যায় আজ শুক্রবার ম্যাচ শুরুর পর। এরপর জানা যায়, আইরিশ পেসার রুহান প্রিটোরিয়াস কোভিড পজিটিভ। এখন বাকি খেলোয়াড়দেরও করোনা পরীক্ষা করানো হবে। এরপর নির্ধারিত হবে সিরিজের ভবিষ্যৎ ।

ম্যাচ বাতিল হওয়ার আগ পর্যন্ত ৪ ওভার বোলিং করে ১টি উইকেটও নেন প্রিটোরিয়াস। আর ৩০ ওভার শেষে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২২ রান।

এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে একমাত্র ৪ দিনের ম্যাচ এক ইনিংস ও ২৩ রানে জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। অন্যদিকে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই সিরিজের আরও দুই ওয়ানডে হওয়ার কথা ৭ ও ৯ই মার্চ। এরপর ১২ ও ১৪ই মার্চ ঢাকায় বাকি দুই ওয়ানডে। ওখানেই ১৭ ও ১৮ মার্চ গড়াবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সবকিছু যে এখন অনিশ্চিত হয়ে পড়লো করোনার কারনে।

করোনার বিধিনিষেধ নিয়ে শুরু থেকেই কঠোর ছিলো বিসিবি। আইরিশ প্লেয়ারদের শুরুতে থাকতে হয় তিন দিনের কোয়ারেন্টিনে। কিন্তু, করোনা রিপোর্ট পাওয়ার আগেই ম্যাচ খেলতে নেমে যাওয়া এবং ম্যাচের মাঝপথে একটা প্লেয়ারকে করোনা পজিটিভ বলে দাবি করাটা, যেন আঙ্গুল তুলছে বিসিবির দায়িত্বহীনতার দিকেই।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy