এএফসি অ-১৭ বাছাইপর্ব: শেষ মুহূর্তের গোলে হাসলো বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সিঙ্গাপুরের আত্মঘাতী গোলে দারুণ জয় আদায় করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে যুবারা। আর এতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বুধবার (৫ অক্টোবর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়ার পর দূরপাল্লার গোলে সমতায় ফিরে সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধের শেষে যোগ করা সময়ে আরও একবার সফরকারীদের আত্মঘাতী গোলে জয়ের আনন্দে ভাসলো বাংলাদেশের যুবারা।
১০ মিনিটেই প্রথম সাফল্য পায় মিরাজুলরা। বক্সের বাইরে থেকে নাজিম উদ্দিনের করা ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান সিঙ্গাপুর ডিফেন্ডার ব্রেয়ডেন গোহ।
ম্যাচের ২৭ মিনিটে প্রতি আক্রমণে সমতায় ফেরে সিঙ্গাপুর। রাসুল রামলির পাস থেকে ২৮ মিনিটে মুহাম্মদ শাইজোয়ান দূরপাল্লার শটে জাল খুঁজে নেন স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধের পরও আধিপত্য চলতে থাকে বাংলাদেশের। তবে সুযোগ করতে পারেনি তারা। যোগ করা সময়ের শেষের দিকে অবশেষে জয়সূচক গোলটি আসে। রাতুলের লম্বা থ্রো ক্লিয়ার করতে হেড করেছিলেন সিঙ্গাপুরের এক খেলোয়াড়। কিন্তু উল্টো বিপদ ডেকে আনেন তিনি। গোলকিপার আইজ্যাক লির হাত ফসকে জালে জড়ায় বল। শেষ পর্যন্ত এই গোলেই নিশ্চিত হয় বাংলার যুবাদের ৩ পয়েন্ট।