‘ইন্টার’ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বার্সেলোনা
ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা। রাতে চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালিতে হারতে হয়েছে জাভির শিষ্যদের।
শুরু থেকে প্রসেশন ধরে রেখে খেলতে থাকে বার্সা। অপরদিকে সুযোগ বুঝে কাউন্টার এট্যাকে মনোযোগ দেয় সিমন ইনঝাগির ইন্টার। প্রথম সুযোগটা ইন্টারই পায়। হাকান চালহানুলুর দূরপাল্লার শট টার স্টেগান সেভ করলে সেযাত্রায় বেঁচে যায় বার্সেলোনা।
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন সেই চালহানুলু। বলের যোগানদাতা ফেদেরিকো ডিমার্কো। পুরো হাফ দুর্দান্ত খেললেও ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লেভানদস্কি এ্যান্ড কোং.
বিরতি থেকে ফিরে খেলায় ধার বাড়ায় বার্সা। পেদ্রিকে নাম্বার টেন রোল দিয়ে জোন ১৪ এবং জোন ১৫ ব্যবহার করার সুযোগ করে দেওয়ার একটা প্রয়াশ দেখা যায়। তবে মধ্যমাঠে ক্যাপ্টেন বুসকেসটের কচ্ছপগতি বার্সাকে বারবার নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন থেকে আটকে রাখে। তার স্লোনেস কাভার করার জন্য দ্বিতীয়ার্ধেও অনেক ডীপে নেমে খেলতে হয় পেদ্রিকে। ফলে বৃথা যায় জাভির হাইব্রিড ৩-২-৪-১ ফর্মেশনে খেলানোর পরিকল্পনা।
শেষ দিকে বালদে নামলে খেলায় অনেক বেশি গতি আসে। ৯০ মিনিটের সময় একটা হ্যান্ডবল হলেও রেফারির বিতর্কিত সীদ্ধান্তে সেটা কাউন্ট হয়নি। ফলে মুহুর্মুহু আক্রমণ হলেও শেষ পর্যন্ত স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি।
এই হারের ফলে নিজেদের গ্রুপে সমান ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ২এ আছে ইন্টার এবং ৩এ আছে বার্সেলোনা। গ্রুপের পরবর্তী ম্যাচে আবারও এই দুদল মুখোমুখি হবে, তবে এবার ক্যাম্প ন্যুতে। ইউরোপা লীগে অবনমনের হাত থেকে বাঁচার জন্য বার্সাকে ইন্টার এবং প্লাজেন, উভয় ম্যাচই জেতা লাগবে। এছাড়াও বায়ার্ন মিউনিখের বিপক্ষে অন্তত ড্র করতে হবে।