শেষ হলো চ্যাম্পিয়নস লীগের তৃতীয় ম্যাচ-ডে। নেইমারের এসিস্টে গোল করেছে মেসি তবে জয় পায়নি তাদের দল পিএসজি। পর্তুগীজ ক্লাব বেনফিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ম্যাচে গোল করার মাধ্যমে ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে ৪০টি ভিন্ন ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গোল করার রেকর্ড গড়েছে লিওনেল মেসি।
রেকর্ড করেছে মেসির আন্তর্জাতিক সতীর্থ ডি মারিয়াও। তুরিনে ইউভেন্তাসের হয়ে এসিস্টের হ্যাট্রিক করেছে এই আর্জেন্টাইন উইঙ্গার। যার সাথে এই কম্পিটিশনের ইতিহাসে সর্বোচ্চ এসিস্টদাতার তালিকায় ৩৮ এসিস্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে সে, টপকেছে সতীর্থ মেসিকে (৩৭)
অন্যদিকে কোনোভাবেই যেনো থামানো যাচ্ছে না আর্লিং হলান্ডকে। প্রতিপক্ষের সকল পরিকল্পনা ভেস্তে দিয়ে নিয়মিত গোল করেই চলেছে হলান্ড। এরাতেও করেছে জোড়া গোল! এই দিয়ে সিটির জার্সিতে ১২ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ালো ১৯!
এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, লাইপজিগ এবং সেলজবার্গ। গ্রুপস্টেজের ৪ নম্বর ম্যাচডে শুরু হবে ১১ অক্টোবর।