থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের
নারী এশিয়া কাপের উদ্ভোধনী ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। থাই নারীদের দেওয়া ৮২ রানের জবাবে টাইগ্রেসদের দারুণ ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে বিশাল জয় তুলে নেয়। আর তাতে শিরোপা ধরে রাখার মিশনটা দুর্দান্তভাবে শুরু করলো স্বাগতিক বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের করা ৮৩ রানের জবাবে খেলতে নেমে ওপেনার শামীমা সুলতানার উইকেট হারিয়ে ৯উকেটে ম্যাচ জিতে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
ওপেনার শামীমা সুলতানা ৩০ বলে ৪৯ রান করে আউট হন। ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৮ সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। ফারজানা ২৯ বলে ২৬ রান এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকে।
এর আগে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের মেয়েরা দেখে শুনে খেলতে থাকলেও টাইগ্রেসদের বোলিং তোপে সুবিধা করতে পারেননি তারা। তার মধ্যে পান্নিতা মায়া ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে টাইগ্রেসদের খানিকটা অস্বস্তিতেই রেখেছিলেন।
তবে দলীয় ৫৪ রানে তিনি ফেরার পরই ভেঙে পড়ে থাইল্যান্ডের ইনিংস। শেষদিকে সরনারিন তিপোচ আর রোসেনান কানোহর ১১ ও ১০ রানের দুই ইনিংসে শেষমেশ স্কোরটা ৮২ পর্যন্ত নিয়ে যায় থাইল্যান্ড।
রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট শিকার করেন নাহিদা, সানজিদা ও সোহেলী।