সাফের ট্রফি নিয়ে বুধবার নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদেরকে বরণ করতে ছিল ব্যাপক আয়োজন। তবে এই আনন্দের মাঝেও ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানী সরকার-শামসুন্নাহারের ব্যাগ থেকে খোয়া গেছে টাকা।
চুরি হওয়া অর্থ পাওয়া না গেলে ফেরত দেবে বলে জানিয়েছেন বাফুফে।
এ ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছি। এছাড়া মতিঝিল থানা ও এয়ারপোর্ট থানাতেও সাধারণ ডায়েরি করা হয়েছে।’
এ ঘটনায় তদন্ত শুরু করেছে আর্মড পুলিশ ব্যাটিলিয়ন (এপিবিএন)। মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, বাফুফেকে আজকের মধ্যেই তদন্তের অগ্রগতি জানাবে এপিবিএন।
কিরণ বলেন, ওরা বাচ্চা মেয়ে। ওদের কাছে এটা অনেক টাকা। যদি না পাওয়া যায়, বাফুফে থেকে আমরা এটার ক্ষতিপূরণ দেবো।