মাত্র ১৯ বছরের তরুণ কার্লোস আলকারাজের হাতে উঠল ইউএস ওপেনের ট্রফি। এবং এটিই আলকারাজের জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি। এই জয়ের সঙ্গে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়েও এক নম্বরে উঠে এলেন আলকারাজ।
ফাইনালে আলকারাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক তরুণ তুর্কি নরওয়ের ক্যাসপার রুড। চার সেটের লড়াইয়ের পরে শেষ হাসি হাসলেন আলকারাজই। ম্যাচের ফল তাঁর পক্ষে ৬-৪,২-৬,৭-৬,৬-৩।
The dream becomes reality.@carlosalcaraz is a Grand Slam champion. pic.twitter.com/sPFaAiVFNR
— US Open Tennis (@usopen) September 11, 2022
এদিকে প্রথম সেট থেকেই ক্ষিপ্র শুরু করেন আলকারাজ। তৃতীয় গেমে তিনটি ব্রেক পয়েন্টের দুটিই নিজের করে নেন তিনি। প্রথম সেটে রুড কয়েকবার ভুল করেন। সেখান থেকে ম্যাচে ফিরতে সময় নেন তিনি। প্রথম সেট হারলেও দ্বিতীয় সেটে দাপটের সঙ্গে জিতে ম্যাচে ফেরেন। কিন্তু পরে আর পেরে উঠেননি এই নরওয়েজিয়ান।
এ জয়ে রাফায়েল নাদালের দেশের তরুণ তুর্কি কনিষ্ঠ ইউএস ওপেন চ্যাম্পিয়ন। আর সেই সাথে হলেন সবচেয়ে কম বয়সে পুরুষদের টেনিস র্যাঙ্কিংয়ে এক নম্বর।যুক্তরাষ্ট্র ওপেন শুরু হওয়ার আগে তিনি চার নম্বরে ছিলেন।