এশিয়া কাপ: ভারতকে হারিয়ে ফাইনালে এক পা শ্রীলঙ্কার
এশিয়া কাপের সর্বশেষ দু’বারের চ্যাম্পিয়ন ভারতকে ১ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে ৮ বছর পর ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৩ রান তুলে রোহিত শর্মার দল। জবাবে ১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে শানাকা বাহিনী।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এ রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হয় হাজার হাজার মানুষ। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের ওপেনিং জুটিতেই বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। প্রথম ৬ ওভারে ৫৭ রান তোলার পর তাদের উদ্বোধনী জুটি ভাঙে ৯৭ রানে।
ইনিংসের ১৩তম ওভারে মারকুটে পাথুম নিসাঙ্কাকে ফেরান যুজবেন্দ্র চাহাল। ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন লঙ্কান ওপেনার।চাহাল একই ওভারে ফেরান চারিথ আসালাঙ্কাকেও। ৩ বল খেলেও আসালাঙ্কা কোনো রান করতে পারেননি।
বেশিক্ষণ টিকতে পারেননি দানুস্কা গুনাথিলাকাও। ৭ বল খেলে তিনি করেন মাত্র ১ রান। শ্রীলঙ্কার আরেক ওপেনার কুশাল মেন্ডিসকে আউট করেন চাহাল। ৩৭ বলে কুশাল করেন ৫২ রান। শেষ দিকে শানাকা ১৮ বলে ৩৩ ও রাজাপাকসে ১৭ বলে ২৫ রান করেন।
ভারতের হয়ে ৩ উইকেট নেন ইয়ুজবেন্দ্র চাহাল। একটি উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন।