সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল: শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। সোমবার কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে জোড়া গোল করেছে মুর্শেদ আলী। একটি করে গোল রুবেল শেখ, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ নাজিম উদ্দিনের। শ্রীলঙ্কার পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন ইয়াসির সরফরাজ।
ম্যাচের ১১ মিনিট না যেতেই বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। ৬ মিনিটে রুবেলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুর্শেদ। বাকি সময় একচেটিয়া খেলেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশের কিশোররা।
৭৬ মিনিটে বাংলাদেশ ঠিকই তৃতীয় গোল আদায় করে নেয়। মুর্শেদ নিজের দ্বিতীয় গোলটি করেন ডান দিক থেকে আসা ক্রস থেকে। তবে পরের মিনিটেই ধারার বিপরীতে গোল করে ব্যবধান কমিয়েছে শ্রীলঙ্কা। যদিও ৭৯ মিনিটে সিরাজুলের গোলে ব্যবধান ৪-১ করে বাংলাদেশ। অতিরিক্ত সময়ে নাজিম গোল করলে ব্যবধান ৫-১ করে বাংলাদেশ।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে বুধবার, মালদ্বীপের বিপক্ষে।