জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা
দেশে কিংবা দেশের বাইরে সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। ‘বিপদের বন্ধু’ জিম্বাবুয়েকে এবারও পাশে পেলো বাংলাদেশ।
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে জিতলেও হেরেছে টেস্ট সিরিজ। সামনে অপেক্ষা করছে নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে আরো একটা সিরিজ।
কিউইদের বিপক্ষে তাদের মাটিতে এর আগে বাংলাদেশ কখনোই জিততে পারেনি। এর মাঝেই বিসিবি সূত্র জানিয়েছে জুনে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ফলে অনেকদিন পর আফ্রিকার দেশটিতে গিয়ে সিরিজ জেতার একটা সুযোগ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।
নিউজিল্যান্ড থেকে ফিরে আবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা তাদের ঘরের মাটিতে বরাবরই কঠিন। ওই সিরিজ শেষ করে জুনেই জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা। সেখানে তিন ফরম্যাটের সিরিজ হবে। শোনা যাচ্ছে, ২টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি হতে পারে।
এদিকে জুনের প্রথম সপ্তাহে আবার এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা, কিন্তু ভারতের কারণে তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্যই ওই সময়টা জিম্বাবুয়ে সফরের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেছেন, ‘এফটিপিতে এশিয়া কাপের জন্য জায়গা রাখা আছে। তার পরপরই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। এখন পর্যন্ত এভাবেই আছে।’