খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪

বিজয়ী কাব্য রচনা করা হলো না রাজা’র, তীরে এসে তরী ডুবলো

0

তৃতীয় ওয়ানডেতেও হারতে হলো জিম্বাবুয়েকে, ভারতের বিপক্ষে হেরেছে ১৩ রানে। তবে এবার আগের মতো একপেশে ভাবে হারেনি, লড়াই করে হেরেছে। একাই বীর সিংহের মতো লড়ে গেছেন সিকান্দার রাজা। শেষ রক্ষা হয়নি কিন্তু রাজার আজকের ইনিংসটা ‘কাল্ট ক্লাসিক’ হিসেবে রয়ে যাবে, বহুকাল।

২৯০ রানের বিশাল টার্গেট, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ১৬৯ রানে ৭ উইকেট নেই। ফিনিশার তো দূরের কথা; স্বীকৃত ব্যাটসম্যান বলে আর কেউ বাকী থাকলো না। নেই কোনো অলরাউন্ডার। এমন অবস্থা থেকে বোলার ব্রাড ইভানসকে সাথে নিয়ে সিকান্দার রাজা গড়লেন মাত্র ৭৬ বলে ১০৩ রানের জুটি! অবিশ্বাস্য! দুর্দান্ত!

শেষ দিকে ইভানস আউট হবার পর পুরো প্রেশার চলে আসে তার উপর। অপর প্রান্তে এমন সব ব্যাটসম্যান ছিলো যারা সিঙ্গেলটি পর্যন্ত বের করতে পারেনা। উপযুক্ত একজন সঙ্গী থাকলে ম্যাচটা হয়তো জিতিয়েই মাঠ ছাড়তেন রাজা।

তারপরও এমন পরিস্থিতিতে ৯৫ বলে ১১৫ কম কিসে!! ওয়ান ম্যান আর্মি কিংবা ওয়ান ম্যান শো বুঝি একেই বলে! এই দিয়ে লাস্ট ৬ ইনিংসে রাজার ৩ টা সেঞ্চুরি, ৩টাই ২৯০+ রান চেজ করতে নেমে।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ক্যাপ্টেন রাহুল এবং ধাওয়ানের ভালো সূচনার পর ৯৭ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুভমান গিল। অর্ধশতকের দেখা পেয়েছে ইশান কিশানও। শেষদিকে ব্রাড ইভানসের ৫ উইকেটসহ দারুণ বোলিং এর সত্ত্বেও ২৮৯ রানের পুঁজি পায় ভারত। তিন ম্যাচেই দারুণ ব্যাটিং করার ফলে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছে সুভমান গিল৷

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy