টাইগারদের টি-টোয়েন্টি কনসাল্টেন্ট হিসেবে নিয়োগ পেলেন শ্রীরাম
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি কনসাল্টেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরণ শ্রীরাম। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই পদে থাকবেন তিনি।
শ্রীরাম কিছুদিন আগেই অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। বর্তমানে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরোর স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বরত আছেন।
যদিও দেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল জেমি সিডন্স এশিয়া কাপে টাইগারদের প্রধান কোচের ভূমিকায় থাকবেন। কিন্তু সব জল্পনা-কল্পনা ছাপিয়ে ৪৮ বছর বয়সী হাই প্রোফাইল কোচ শ্রীরাম নিয়োগ পেয়েছেন। আগে তিন ফরম্যাটেই রাসেল ডমিঙ্গোর আধিপত্য থাকলেও এখন শুধু ওডিআই এবং টেস্টে টাইগারদের কোচ হিসেবে থাকবেন। সিডন্স ব্যাটিং কোচই থাকছেন।
শ্রীরাম ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারত জাতীয় দলে খেলেছেন আটটি ওয়ানডে। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৫ সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও ছিলেন। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের অন্যতম সদস্য করা হয়েছিল তাকে।
২০১৯ সালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম। তামিলনাড়ূর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ড খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেছেন।