জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন ট্রেন্ট বোল্ট
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। ৩৩ বছরের বোল্ট বর্তমানে পরিবার এবং ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই গতি তারকা সীমিত ওভারের সিরিজের জন্য দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন।
আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে একের পর এক সিরিজ খেলতে হওয়ায় পরিবার ও নিজের জন্য সময় কম পড়ছে। এমন নানা দিক বিবেচনা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছিলেন। আর তার অনুরোধে সাইঁ দিয়েছে বোর্ড। চুক্তি থেকে সরে গেলেও যখন ইচ্ছা হবে, জাতীয় দলে খেলার সুযোগ মিলবে বোল্টের।
২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ট্রেন্ট বোল্টের। এখন পর্যন্ত দেশের জার্সিতে ৭৮টি টেস্ট, ৯৩টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে ৩১৭, ওয়ানডেতে ১৬৯ ও টি-টোয়েন্টিতে ৬২ উইকেট নিয়েছেন তিনি।