নেদারল্যান্ডসকে হারাতে ঘাম ঝরল নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ডকে কঠিন পরীক্ষায় ফেললেও প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হার দেখল নেদারল্যান্ডস। ফলে দুই ম্যাচ সিরিজে লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে খেলতে নেমে নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৪৮ রান তোলে। জবাবে নেদারল্যান্ড ১৩২ রানে গুটিয়ে যায়।
দ্য হাগের স্পোর্টস পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে শুরুতেই ধাক্কা খায় ব্ল্যাক ক্যাপসরা। মাত্র ৮ রান করে আউট হন কিইউয়ি ওপেনার ফিন অ্যালেন। তার পর ক্লিভারও আউট হন ব্যক্তিগত ২ রান করে।
মার্টিন গাপ্টিল ক্রিজে দাঁড়িয়ে রান করলেও ড্যারিল মিচেল ১৫ রান করার পর সাজঘরে ফিরে যান। তার পর গাপ্টিল ৩৬ বলে ৪৫ রান করে আউট হয়ে যান।
এরপরে জিমি নিশাম ১৭ বলে ৩২ রান করেন। ১৯ রান করেন ইশ সোধি। তাদের কল্যাণে স্কোর বোর্ডকে ৭ উইকেটে ১৪৮ রানে পৌঁছে দেয় নিউজিল্যান্ডের দল। নেদারল্যান্ডসের হয়ে ভ্যান বেক ২টি ও শরিজ আহমেদ ২টি উইকেট নিয়েছেন।
জবাব দিতে নেমে নেদারল্যান্ডসেরও শুরুটা ভাল হয়নি। ওপেনার স্টেফান মাইবার্গ আউট হন মাত্র ৫ রানে। এরপর ব্যক্তিগত ২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্স ওডাউড। কিছুক্ষণ পর হেই টম কুপারও আউট হন ২ রানে। এভাবে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে বিনিময়ে ১৫ রান।
একপ্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে রান করেন বাস ডি লিড। তিনি ৫৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। তবুও পেরে উঠতে পারল না ডাচরা। তিন বল বাকি থাকতেই ১৩২ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। কিউয়িদের পক্ষে ব্লেয়ার টিকনার ৪টি ও বেন সিয়ার্স ৩টি উইকেট শিকার করেছেন।