চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন সোহান
জিম্বাবুয়ে সফরে অধিনায়কত্ব পাওয়া টাইগার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ইনজুরির কারনে ছিটকে গিয়েছিলেন সফরের মাঝপথেই। দেশে ফিরে এক্সরে রিপোর্ট দেখে বিসিবি জানায়, তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। সেই চোটে অনিশ্চয়তায় পড়ে গেছে সোহানের এশিয়া কাপও। তবে হাল ছাড়ছে না বিসিবি। পাঠানো হচ্ছে সিঙ্গাপুর।
আপাতত ভিসার জন্য অপেক্ষায় আছেন সোহান। ভিসা পেলেই সিঙ্গাপুর উড়াল দেবেন তিনি। সাথে যাবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সেখানে র্যাফেলস হাসপাতালে চিকিৎসকক দেখানো হবে। এরপর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে।
উল্লেখ্য, হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পেসার হাসান মাহমুদের করা একটি বল তালুবন্দি করতে গিয়ে বাম হাতে চোট পান উইকেটের পেছনে থাকা সোহান। ম্যাচ শেষে এক্স-রে থেকে জানা যায়, বাম হাতের তর্জনীতে গুরুতর চোট পান।