জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন অধিনায়ক সোহান
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম জয় পেয়েছেন নুরুল হাসান সোহান। আর ওই ম্যাচ শেষেই তাকে পেতে হলো দুঃসংবাদ। চোটের কারণে সিরিজই শেষ হয়ে গেছে তার।
সোহানের চোটের ধরণ নিয়ে জিম্বাবুয়েতে দলের সঙ্গে থাকা বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, আমরা সোহানের আঙুলে একটি এক্স-রে করেছিলাম যাতে তর্জনীতে চির ধরা পড়ে। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তাই তিনি আগামী মঙ্গলবারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ এবং আসন্ন ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকবেন।
রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় পেসার হাসান মাহমুদের করা একটি বল গ্লাভস বন্দি করতে গিয়ে বাম তর্জনীতে চোট পান সোহান। পরে এক্সরেতে সেখানে চির ধরা পড়ে।
সোহানের বদলে কে অধিনায়ক হবেন সেটা জানায়নি বিসিবি। তবে দায়িত্ব সহ-অধিনায়ক লিটন দাসের কাঁধেই পড়ার সম্ভাবনা বেশি।