চোটে আক্রান্ত পগবা, কাতার বিশ্বকাপে অনিশ্চিত
ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে অনিশ্চিত পল পগবা। চলতি মৌসুমে দলবদলের ফেরে আবারও নিজের পুরাতন ঠিকানা জুভেন্টাসে ফিরেছেন। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার দলের সঙ্গে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচের জন্য ছিলেন লস অ্যাঞ্জেলেসে। সেখানে অনুশীলনে হাঁটুর ইনজুরিতে পড়েছেন ২৯ বছর বয়সী তারকা।
সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল স্পোর্টস দাবি করেছে, তার হাঁটুর ওই ইনজুরি বেশ গুরুতর। শঙ্কা সত্যি হলে, ২০২৩ সালের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না। অর্থাৎ কাতারে অনুষ্ঠিত চলতি বছরের নভেম্বরের ফুটবল বিশ্বকাপে অনিশ্চিত তিনি। ফ্রান্স দলের জন্য যা বড় ধাক্কা।
সবচেয়ে ভালো সমাধানের জন্য বিশ্বস্ত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছে জুভেন্টাস কর্তৃপক্ষ। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা পদ্ধতি এড়াতে চাচ্ছে তারা। কারণ পরবর্তীতে সমস্যা আরও বাড়তে পারে। কিন্তু সমস্যা বিশ্বকাপ, কারণ শিরোপা ধরে রাখার অভিযানে দেশের হয়ে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না পগবা।
এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসে ছিলেন পগবা। পরে ১০৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ২০১৫ সালে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেন পগবা।