চলতি বছর এশিয়া কাপের আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কা। কিন্তু দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারনে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয় বলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফলে সংযুক্ত আরব আমিরাতে এই প্রতিযোগীতার ১৫তম আসর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এসএলসি সম্ভব না জানিয়ে দেয়ার একদিন পর ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড কাউন্সিলের বৈঠকের পর দেশটির গণমাধ্যমকে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘‘সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আসন্ন এশিয়া কাপ। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।’
উল্লেখ্য, ২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ আগস্ট হওয়ার কথা বাছাইপর্ব।
এদিকে, এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত নিজেদের ভেতর লড়াই করবে। বাছাইপর্ব থেকে একটি দল জায়গা করে নেবে মূল আসরে। যেখানে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে।