একই ম্যাচে আম্পায়ার স্বামী-স্ত্রী
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের একই ম্যাচে আম্পায়ারিং করেছেন স্বামী-স্ত্রী। এ দুই আম্পায়ার হলেন নাঈম আশরাফ ও তার সহধর্মিণী জাসমিন নাঈম। ইংল্যান্ডের ফ্লিন্ট ট্রফিতে লাইটনিং বনাম ওয়েস্টার্ন স্টর্ম ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন এই দম্পতি।
আম্পায়ার দম্পতি আশরাফ-জেসমিন আগেও একসঙ্গে ম্যাচ পরিচালনা করলেও, ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন তারা।
এই বিষয়ে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমকে জেসমিন বলেন, ‘আমরা ল্যাঙ্কাশায়ার এবং গ্রেটার ম্যানচেস্টারের লিগে একসঙ্গে আম্পায়ারিং করেছি এবং কেউই বুঝতে পারেনি যে আমরা স্বামী-স্ত্রী। এত বড় মঞ্চে এই সুযোগটি পেয়ে আমরা সম্মানিত বোধ করছি।’
এছাড়া জানা যায়, নাঈম পাকিস্তানের হয়ে খেলেছেন। পরিচয় বদলে তিনি এখন ইংল্যান্ডের নাগরিক। আকস্মিক চোটে খেলা ছাড়ার পর আম্পায়ারিং শুরু করেন তিনি।
এ সম্পর্কে জাসমিন বলেন, ‘আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু নাঈম ক্রিকেট ছাড়তে চায়নি। ও যখন স্টেজ থ্রি কোর্সটা করছে, দেখলাম হাতের ব্যথা তখনও যায়নি। হাত তুলতে পারছিল না। লিখতে কষ্ট হচ্ছিল ওর। আমি ঠিক করলাম ওর হয়ে নোট লিখে দেব।’