পন্ত-জাদেজার রেকর্ড জুটিতে এজবাস্টনে প্রথম দিন ভারতের
গেল বছর ইংল্যান্ড বনাম ভারতের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচটি করোনার কারণে স্থগিত হলে, ঠিক এক বছর পরে অবশেষে এজবাস্টনে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টটি।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারত, এজবাস্টন টেস্টে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে মোট ৭৩ ওভার ব্যাট করে। প্রথম দিনের খেলা শেষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৩৮ রান তুলে তারা।
এর আগে সকালে আগে ব্যাট করতে নেমে দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন এবং ম্যাথিউ পটস দাপুটে বোলিংয়ে ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। দুই ওপেনার শুভমান গিল (১৭) ও চেতেশ্বর পূজারা (১৩) দ্রুত সাজ ঘরে ফিরলে শুরুতেই জোর ধাক্কা খায় ভারত।
এরপর ব্যাট করতে নেমে হনুমা বিহারি (২০) ও বিরাট কোহলি (১১) তেমন সুবিধা করতে না পারায় দলীয় ৭১ রানে চার উইকেট হারায় জশপ্রীত বুমরাহর দল।
এরপরই শুরু হয় পন্তের প্রতিরোধ। শ্রেয়াস আইয়ারকে নিয়ে শুরু করেছিলেন ব্যাট হাতে প্রতি-আক্রমণ, যা পূর্ণতা পেয়েছে রবীন্দ্র জাদেজার সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৩৯ বলে ২২২ রানের ইনিংসের মোড় ঘুরিয়ে দেওয়া জুটিতে।
মাত্র ৮৯ বলে সেঞ্চুরি করে পন্ত হয়ে গেছেন ইতিহাসে অংশ, টেস্টে উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার নামে। এর মাধ্যমে ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে করা ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৯৩ বলে সেঞ্চুরির রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন তিনি।