পবিত্র হজের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ৭ থেকে ১২ জুলাই পালন করা হবে ২০২২ সালের হজ। ঠিক একই সময়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। কিন্তু ভারতের বিপক্ষে আসন্ন এই সিরিজে খেলবেন না আদিল রশিদ, সেই সময় হজ যাত্রায় যাবেন এই ইংলিশ স্পিনার আদিল রশিদ।
হজ পালন করতে ইতিমধ্যেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং নিজের কাউন্টি দল ইয়র্কশায়ারের ছুটি চেয়ে আবেদন করেছেন আদিল রশিদ। দুই পক্ষই তার ছুটি মঞ্জুরও করেছে। আগামী শনিবার হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উড়াল দিবেন রশিদ।
হজ পালনের উদ্দেশ্যে ক্রিকইনফোকে রশিদ বলেন, “বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম হজে যাব। কিছুতেই সময় পাচ্ছিলাম না। এই বছর মনে হল, আমাকে যেতেই হবে। বোর্ডের সঙ্গে কথা বলি, ক্লাবের সঙ্গে কথা বলি। ওরাও রাজি আমাকে ছাড়তে। দু’সপ্তাহের জন্য আমি এবং আমার স্ত্রী যাব।”
হজের জন্য ভারতের মতো দলের বিপক্ষে সিরিজে না থাকা নিয়ে কোনো মাথাব্যথা নেই আদিল রশিদের। তার ভাষায়, ‘খেলা ভারতের বিপক্ষে—আমার না যাওয়াই ভালো। এভাবে ভেবে দেখিনি। ক্রিকেটের সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।’
এদিকে এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে হজের জন্য ছুটি নিয়েছিলেন বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। এবার সেই পথেই হাঁটলেন এই ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ।